Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় শ্বাসরুদ্ধকর অভিযানের পর উদ্ধার হলো হাম্পব্যাক তিমি (ভিডিও)

বিবিসি থেকে সংগৃহীত ছবি।

নাটকীয় অভিযানের পর অস্ট্রেলিয়া উপকূলে উদ্ধার করা হলো বিশালাকার একটি হাম্পব্যাক তিমিকে। বৃহস্পতিবার (৮ জুন) গোল্ড কোস্ট উপকূলে চালানো হয় এ অভিযান। উদ্ধার অভিযানটি সম্প্রচার করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

স্বেচ্ছাসেবীরা জানান, মাছ ধরার জালে আটকা পড়ে ৩০ ফুট লম্বা তিমিটি। জাল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করায়, আরও পেচিয়ে যায় জাল। পরে ধারালো সরঞ্জাম দিয়ে জাল কাটেন দক্ষ ডুবুরীরা।

তিমি উদ্ধারের ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

প্রসঙ্গত, প্রজনন মৌসুমে অস্ট্রেলিয়া উপকূল পাড়ি দিয়ে গভীর সমুদ্রের দিকে যায় হাজারো তিমি। এজন্য পরিবেশবাদীরা অনেকদিন ধরেই এ সময়ে সমুদ্রে জাল বিছানোর প্রতিবাদ জানিয়ে আসছেন। এ ঘটনার পর এ প্রজনন মৌসুমে সমূদ্রে জাল বিছানোর ব্যাপারে প্রশাসন আরও কঠোর হবে বলে প্রত্যাশা তাদের।

/এসএইচ

Exit mobile version