Site icon Jamuna Television

রূদ্রমূর্তি ধারণ করেছে হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরি

রুদ্রমূর্তি ধারণ করেছে হাওয়াই দ্বীপের ‘কিলাউয়া আগ্নেয়গিরি’। বুধবার (৭ জুন) লাভা উদগীরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। খবর রয়টার্সের।

বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় পৌনে পাঁচটা নাগাদ শুরু হয় অগ্ন্যুৎপাত। সবচেয়ে সক্রিয় ‘হালেমা উমা ইউ’ গিরিখাদের লাভা উদগীরণ। সময়ের সাথে আগুনের রং কমলা থেকে লাল রং ধারণ করে। কাছাকাছি ন্যাশনাল পার্কে জারি করা হয়েছে সতর্কতা। সরিয়ে নেয়া হয় বাসিন্দাদের।

২০১৯ সালে ভূমিকম্পের পর সক্রিয় হয়ে ওঠে কিলাউয়া আগ্নেয়গিরি। ধ্বংস করে বিস্তৃত এলাকার ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান।

এটিএম/

Exit mobile version