Site icon Jamuna Television

এবার সুপ্রিম কোর্টের আইনজীবীকে হত্যার অভিযোগ ইমরান খানের বিরুদ্ধে

এবার সুপ্রিম কোর্টের আইনজীবীকে হত্যার অভিযোগ আনা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে। খবর আল জাজিরার।

বুধবার (৭ জুন) অভিযোগ অস্বীকার করে পিটিআই প্রধান বলেন, নিহত ব্যক্তিকে তিনি চেনেনই না। ইমরানের দাবি, রাজনীতি থেকে তাকে সরাতেই সেনাবাহিনী ও ক্ষমতাসীনদের ইশারায় এসব হচ্ছে। পাকিস্তানে বর্তমানে জঙ্গলের রাজত্ব চলছে বলেও মন্তব্য করেন তিনি।

এরইমধ্যে ইমরান খানের বিরুদ্ধে হত্যামামলাও দায়ের করা হয়েছে। সম্প্রতি কোয়েটায় আততায়ীর গুলিতে নিহত হয় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুল রাজ্জাক। ওই ঘটনায় ইমরান খানকে আসামি করে মামলা করেন তার ছেলে।

এটিএম/

Exit mobile version