Site icon Jamuna Television

গাজীপুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী কারবারি গ্রেফতার

মাদকসহ গৃফতারকৃত মালা আক্তার। ছবি : সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরে দেড় কোটি টাকা মূল্যের হেরোইন ও বিপুল পরিমাণ ইয়াবাসহ মালা আক্তার (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে হত্যাসহ দেশের বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জুন) দুপুর আড়াইটার দিকে নগরীর বিলাসপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত ৮টার দিকে গাজীপুর মেট্রোপলিটন সদর দফতরে উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামছুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একাধিক টিম পূর্ব বিলাসপুর এলাকায় জনৈক আকবরের বাড়িতে অভিযান পরিচালনা করে খাটের নিচ হতে সাদা রংয়ের শপিং ব্যাগে রাখা ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন এবং ৬৬০০ পিস ইয়াবাসহ মালাকে গ্রেফতার করে। মালা নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার এলাকার শফিক মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, এ চালানের সাথে জড়িত বাকিদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এএআর/

Exit mobile version