Site icon Jamuna Television

বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত ফিজিও সানি

ছবি: সংগৃহীত

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম হজ পালন করতে সৌদি আরব গেছেন। বিসিবির আরেক ফিজিও এনামুল হকও গেছেন তার সঙ্গে। বায়েজিদের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত ফিজিও করা হয়েছে মোজাদ্দেদ আলফা সানিকে।

এর আগে, ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতা দলের ফিজিও ছিলেন তিনি। ক্রিকেটারদের নিয়ে ভালো কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

বিসিবির রিহ্যাব সেন্টারে বিদেশি ফিজিও জুলিয়ান ক্যালেফাতো থাকলেও তাকে নেয়া হয়নি। তিনি জাতীয় দলের সঙ্গে কাজ করতে তেমন আগ্রহীও নন। যদিও বিসিবির সিদ্ধান্ত জাতীয় দল ও বয়সভিত্তিক দলে দেশি ফিজিও নেয়া। সে অনুযায়ী বায়েজিদের বদলি হিসেবে সানিকে জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ করে দেয়া।

/আরআইএম

Exit mobile version