Site icon Jamuna Television

এক মহিষের ওজন ৩৭ মণ, দাম হাঁকানো হচ্ছে ২৫ লাখ

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মহিষের নাম কালাপাহাড়। উচ্চতা ৬ ফুট। ওজন প্রায় ৩৭ মণ। ২৪ ঘণ্টা রাখা হয় ফ্যানের নিচে, করানো হয় তিন বেলা গোসল। প্রতি বেলা খাবার লাগে ৭০ কেজি। আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে প্রস্তুত করা হয়েছে বিশাল আকৃতির এ মহিষটি।

কালাপাহাড়কে দাবি করা হচ্ছে দেশের সবচেয়ে বড় মহিষ হিসেবে। পশুটি লালন-পালন করেছেন দেশের অন্যতম আধুনিক ডাচ ডেইরি লিমিটেড। দাম হাঁকানো হচ্ছে ২৫ লাখ টাকা।

খামার কর্তৃপক্ষ জানিয়েছেন, বিশাল দেহের অধিকারী মহিষটি জাফরাবাদী জাতের। ভারত থেকে আনার পর ৫ বছর ধরে পরম যত্নে বড় করা হয়েছে মহিষটিকে। আসন্ন কোরবানির ঈদে কালাপাহাড়কে বিক্রির জন্য বাজারে তোলা হবে।

তারা আরও জানান, মহিষটিকে খাদ্য তালিকায় রয়েছে ভুট্টা গাছ এবং খড়-কুড়া-ভুসির মিশ্রণে তৈরি সাইলেজ নামের বিশেষ গোখাদ্য। এটিকে দেখাশোনার জন্য আছেন দুই জন লোক। গরমের সময় ২৪ ঘণ্টা রয়েছে ফ্যানের ব্যবস্থা। এছাড়া শ্যাম্পু দিয়ে গোসলও করানো হয় তিন বেলা। রয়েছেন পশু চিকিৎসকও।

এদিকে মহিষটি দেখতে প্রতিদিন খামারে আসছেন ক্রেতাসহ বিভিন্ন মানুষ। কর্তৃপক্ষের আশা, রেকর্ড ওজনের কালাপাহাড় বিক্রিও হবে রেকর্ড দামে।

এএআর/

Exit mobile version