Site icon Jamuna Television

রাবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার; চিরকুটে লেখা, ‘শেষমেশ একাকিত্বই আমায় গিলে খেলো’

তানভীর ইসলাম। ছবি : সংগৃহীত

রাজশাহী ব্যুরো:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) মধ্যরাতে ক্যাম্পাস পার্শ্ববর্তী বিনোদপুরের স্টুডেন্ট প্যালেস ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম তানভীর ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি নীলফামারী সদর থানার কাঞ্চনপাড়ার আবু বকর সিদ্দিকের ছেলে। হতাশাজনিত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কক্ষে দরজা বন্ধ করে অবস্থান করছিলেন তানভীর। রাতে বাড়ি থেকে যোগাযোগ করতে না পেরে তার বাবা মেস মালিককে খোঁজ নিতে বলেন। মেস মালিক তখন দরজায় কড়া নেড়ে কোনো সাড়া পাননি। পরে জানালা দিয়ে দেখলে তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান।

তানভীর ইসলামের লেখা চিরকুট। ছবি : সংগৃহীত

এদিকে ওই শিক্ষার্থীর কক্ষে হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে তার মানসিক অবসাদ ও হতাশার কথা লেখা আছে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে গেলে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এএআর/

Exit mobile version