Site icon Jamuna Television

চুয়াডঙ্গার দর্শনায় ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনায় ঘর থেকে ডেকে নিয়ে বাবর আলী (৪৫) নামে এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বাবর আলী দর্শনার ধন্যঘরা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে ছিল বাবর। গত রাতে তাকে ঘর থেকে ডেকে নেয় কে বা কারা। এ সময় বাড়ির উঠানে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, তার বাম কাধে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, হত্যার প্রকৃত কারণ জানতে কয়েকটি বিষয় মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে। একই সাথে হত্যার সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।

এটিএম/

Exit mobile version