Site icon Jamuna Television

বরিশাল সিটি নির্বাচনে নৌকার পালে লেগেছে হাওয়া, ব্যস্ত সময় পার করছেন আ.লীগ প্রার্থী

বরিশাল ব্যুরো:

বরিশালে নৌকার পালে লেগেছে হাওয়া। নির্বাচনের মাঠে ঘাম ঝরাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। স্থানীয় নেতাদের পাশাপাশি মাঠে নেমেছেন কেন্দ্রীয় নেতারাও। সবার বিশ্বাস, ১২ জুনের নির্বাচনে নৌকা বিজয়ী হবে বিপুল ভোটে। তবে শঙ্কা একটাই চাচা-ভাতিজার দ্বন্দ্ব। যদিও কেন্দ্রীয় নেতাদের দাবি, দলে কোনো বিরোধ নেই।

গেলো ৩০ মে যুবলীগের মতবিনিময় সভায়, স্থানীয় নেতাকর্মীদের অসহযোগিতায় আক্ষেপ প্রকাশ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। এর তিনদিন পর গৌরনদীতে দলের বর্ধিত সভায় ছোট ভাইকে আলিঙ্গন করেন বড় ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ। সিটি নির্বাচনের ভোট চান ভাইয়ের পক্ষে।

এরপর থেকে নির্বাচনী মাঠে অনেকটাই সরব মেয়র সাদিক আব্দুল্লাহ অনুসারী মহানগর আওয়ামী লীগ ও ৩০ ওয়ার্ডের নেতাকর্মীরা।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর বলেন, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। নৌকার ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ। শান্তির ব্যাপারে বরিশাল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে থাকবে।

এদিকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের কেন্দ্রীয় টিম সমন্বয়ক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা যে এক ও অভিন্ন আছি, আমাদের কাজ ও নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে আপনাদের সহযোগিতায় শেখ হাসিনার নৌকা অবশ্যই বিপুল ভোটে নির্বাচিত হবে।

নির্বাচনী ইশতেহার ঘোষনা অনুষ্ঠানে এ প্রসঙ্গে প্রশ্নে করা হলে, বিষয়টি এড়িয়ে যান মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত।

এটিএম/

Exit mobile version