Site icon Jamuna Television

ক্ষমতা ছাড়ার পর রাষ্ট্রীয় গোপন নথি ব্যবহারের দায়ে অভিযুক্ত হলেন ট্রাম্প

আবারও অভিযুক্ত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমগুলোর দাবি, তার বিরুদ্ধে অন্তত ৭টি অভিযোগ দায়ের করা হয়েছে। খবর রয়টার্সের।

ট্রাম্পের বিরুদ্ধে গঠিত অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সেগুলোর অন্যতম হলো, ক্ষমতা ছাড়ার পর রাষ্ট্রীয় গোপন নথির ব্যবহার। এর ফলে আদালতে শুরু হবে ট্রাম্পের বিচার।

২০২৪ সালে রিপাবলিকান পার্টির হয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি। শুরু করেছেন প্রচারণাও। এরইমধ্যে দ্বিতীয়বার তার বিরুদ্ধে গঠন করা হলো অভিযোগ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ঘটনা বিরল।

গেলো এপ্রিলে প্রথমবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিযুক্ত হন ট্রাম্প। অভিযোগ ছিল, একজন পর্ন তারকাকে মুখ বন্ধ রাখার বিনিময়ে মোটা অংকের অর্থ দিয়েছেন তিনি। সেই সময় গ্রেফতারের পর আদালতে হাজির হয়ে জামিন পান। আগামী বছর পূণরায় শুরু হবে মামলাটির বিচারকাজ।

এটিএম/

Exit mobile version