Site icon Jamuna Television

সীতাকুন্ডে যাত্রীবাহী বাস থেকে ২ কোটি টাকার হেরোইন জব্দ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের সীতাকুন্ডে যাত্রীবাহী বাস থেকে দুই কেজি হেরোইন জব্দ করেছে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। জব্দকৃত মাদকের বাজার মূল্য দুই কোটি টাকা।

শুক্রবার (৯ জুন) ভোরে সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোর সামনে অভিযান চালিয়ে কুষ্টিয়া থেকে যাওয়া সুপার সনি নামের যাত্রীবাহী বাস থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া থেকে কক্সবাজার যাওয়া বাসটিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে উদ্ধার করা হিরোইনের চালানের সাথে এই চালানের সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ চলছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কথা জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এর আগে গত ৩ জুন নগরীর অলংকার মোড়ে একটি যাত্রীবাহী বাস থেকে এক কোটি টাকার হেরোইন উদ্ধার করেছিল বিজিবি।

এটিএম/

Exit mobile version