Site icon Jamuna Television

স্বস্তির বৃষ্টিতে সিক্ত রাজধানী

তীব্র তাপদাহের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টিতে নেমেছে। এতে মানুষের দুর্ভোগ অনেকটাই কেটে গেছে।

শুক্রবার (৯ জুন) সকাল থেকে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়। হঠাৎ এমন বৃষ্টিতে নগরবাসি দারুণ খুশি। খুশিতে অনেকে ভিজতে শুরু করেন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী কয়েক ঘণ্টা চলতে পারে এ বৃষ্টি। সকালে রংপুর ও দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ময়মনসিংহ, নেত্রকোণা, নওগাঁসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়। সঙ্গে হালকা থেকে মাঝারি ঝড়ো হাওয়া বইতে থাকে। বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় চলমান তাপপ্রবাহ কমে এসেছে। দেশের সার্বিক তাপমাত্রাও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

এটিএম/

Exit mobile version