Site icon Jamuna Television

বিএনপির সাথে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সাথে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই। তাদের সাথে কোনো সংলাপ হবে না। সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচন হবে।

শুক্রবার (৯ জুন) দুপুরে রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, সংলাপের বিষয়ে আমির হোসেন আমু যে বক্তব্য দিয়েছিলেন তা তার ব্যক্তিগত অভিমত। আওয়ামী লীগ এবং ১৪ দলের অভিমত এক নয়। তাই যারা নির্বাচন বানচাল করতে চায়, তাদের সাথে কোনো সংলাপ হবে না।

সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বে পণ্যের সংকট সৃষ্টি হয়েছে এবং দ্রব্যমূল্য বেড়ে গিয়েছে। বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির ছাপ পড়লেও পণ্যের সংকট সৃষ্টি হয়নি। বিদ্যুৎ সংকটের বিষয়ে মন্ত্রী দুঃখ প্রকাশ করে ১৫-২০ দিনের মধ্যে সমস্যা সমাধান হওয়ার আশ্বাস দেন এবং জনগণকে ধৈর্য ধরতে বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, আমরা কোনো সংলাপের কথা বলিনি। বিএনপির সাথে সংলাপের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। কারণ, যারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায় প্রতিহত করতে চায়, তাদের সাথে সংলাপ করে কোনো ফায়দা নেই। বাংলাদেশে নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

/এম ই

Exit mobile version