Site icon Jamuna Television

ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ, ট্রেনে শিডিউল বিপর্যয়

প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। সরকারি ছুটি শেষে আজই খুলছে অফিস-আদালত।

রোববার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায়, বিভিন্ন রুটের লঞ্চগুলো ঢাকা এসে পৌঁছেছে। প্রত্যেকটি লঞ্চেই ছিল রাজধানীমুখি মানুষের প্রচণ্ড ভিড়। এদের প্রায় সবাই সরকারি-বেসরকারি চাকরিজীবী। দু-একটি লঞ্চ দেরিতে ছাড়ার অভিযোগ পাওয়া গেলেও সার্বিক যাত্রা স্বস্তিদায়ক ছিল বলে জানিয়েছেন যাত্রীরা।

এদিকে ঈদযাত্রার মতো ফিরতি যাত্রায়ও শিডিউল বিপর্যয়ে পড়েছে রেল। প্রায় ঘণ্টা দেরিতে সকালে সাড়ে ৮টায় কমলাপুরে পৌঁছায় খুলনা থেকে আসা সুন্দরবন এক্সপ্রেস। বেশিরভাগ ট্রেনের ঢাকায় আসতে ৩ থেকে ৪ ঘণ্টা দেরি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version