Site icon Jamuna Television

ট্রাম্প বললেন ‘আমি নিষ্পাপ’

ছবি: সংগৃহীত

নিজেকে নিষ্পাপ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারি নথি নিজের কাছে রাখা ও ন্যায়বিচারে বাধা দেয়ার অভিযোগে চার্জ গঠনের পর তিনি এ দাবি করেন। খবর সিএনএনের।

বৃহস্পতিবার (৮ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় প্রকাশিত ৪ মিনিটের ভিডিওবার্তায় এ দাবি করেন ট্রাম্প। বলেন, ‘আমি নিষ্পাপ। আমি কোনো ভুল করিনি। বিচার বিভাগকে আমার বিরুদ্ধে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ সময় তার বিরুদ্ধে করা তদন্তকে তিনি ‘নির্বাচনে হস্তক্ষেপ’ বলেও মন্তব্য করেন।

ট্রাম্পের আইনজীবী ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, গোপনীয় সরকারি নথি রাখা ও ন্যায়বিচারে বাধা দেয়ার অভিযোগে ফেডারেল গ্র্যান্ড জুরি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।

আগামী বছরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আবারও প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প। মার্কিন বিচার বিভাগের করা সর্বশেষ এই ফৌজদারি মামলা ট্রাম্পের সে স্বপ্নের প্রতি আরেকটি আইনি প্রতিবন্ধকতা। ইতোমধ্যে তার বিরুদ্ধে নিউইয়র্কে ফৌজদারি মামলা চলছে।

এএআর/

Exit mobile version