Site icon Jamuna Television

বার্সার কষ্টার্জিত জয়

ওসমান ডেম্বেলের একমাত্র গোলে রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে কাতালান জায়ান্ট বার্সেলোনা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ করলেও লিওনেল মেসির ক্রস কাজে লাগাতে ব্যর্থ সুয়ারেজ-ডেম্বেলেরা। সুয়ারেজকে খুঁজে না পাওয়ায় ৩১ মিনিটে ডেম্বালের আরও একটি ক্রস কাজে আসেনি। কিছুক্ষণ পর ব্রাজিলিয়ান তারকা ফিলিফে কুটিনহোর শট ঠেকিয়ে দেন ভায়োদোলিদ গোলরক্ষক। প্রথমার্ধে ডেড লক ভাঙ্গতে পারেনি কোনো দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরো বাড়ায় বার্সা। ৫৭ মিনিটে সার্জিও রবের্তোর অ্যাসিস্ট থেকে বার্সা কে লিড এনে দেন ওসমান ডেম্বেলে। পরে ম্যাচে ফেরার চেষ্টা করেও সুবিধে করতে পারেনি স্বাগতিক ভায়োদোলিদ। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসির দল। লিগে ২ ম্যাচে শতভাগ জয় নিয়ে টেবিল টপ এখন আরনেস্তো ভালভারর্দে শিষ্যরা।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version