Site icon Jamuna Television

নরসিংদীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১ 

ঘটনাস্থলের ছবি।

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীর ঘোড়াশালে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাকিব মিয়া (২২) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।  

শুক্রবার (৯ জুন) বিকেলে ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ৫০ এর দিকে ঘোড়াশাল থেকে সিএনজি চালিয়ে পাঁচদোনার দিকে যাচ্ছিলেন রাকিব মিয়া। এ সময় একটি প্রাইভেটকার ঘোড়াশালের দিকে আসার সময় ভাগদী কদমতলা এলাকায় পৌঁছালে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক রাকিব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর ঘাতক প্রাইভেটকার চালক পালিয়ে যায়।  

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই হারুনুর রশীদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সিএনজি চালক রাকিব হাসপাতালে নেয়ার পথে মারা যান। দুর্ঘটনার সময় তার সিএনজিতে কোনো যাত্রী ছিল না। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version