Site icon Jamuna Television

বিশ্বকাপে পাকিস্তান ফেভারিট, দাবি ইউসুফের

ছবি: সংগৃহীত

ভারতের অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ফেভারিট হিসেবেই খেলতে যাবে পাকিস্তান। তবে পাকিস্তান দলের সাবেক ক্রিকেটার ও কোচ মোহাম্মদ ইউসুফও মনে করেন বিশ্বকাপ জয়ের দারুণ সম্ভাবনা আছে তাদের। খবর ক্রিকেট পাকিস্তানের।

পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি ব্যাটার বলেন, আমি মনে করি আমাদের বিশ্বকাপ জেতার খুব ভালো সম্ভাবনা রয়েছে।

পাকিস্তান দলে এখন রয়েছে একঝাঁক পেসার। দেশটির বোলিং আক্রমণের নেতৃত্বে রয়েছেন শাহীন শাহ আফ্রিদি। দলে রয়েছেন নাসিম শাহ, ওয়াসিম জুনিয়র ও হারিস রউফের মতো পেসার। তাদের নিয়েই বিশ্বকাপ দল সাজাতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

তবে পাকিস্তান দলের সাবেক ক্রিকেটার ও কোচ মোহাম্মদ ইউসুফ মনে করেন, বিশ্বকাপ দলে থাকার দৌড়ে আছেন আরও দুই পেসার। তারা হলেন ইহসানউল্লাহ ও জামান খান। তিনি মনে করেন, এ দুই পেসারও হারিস রউফ ও ওয়াসিম জুনিয়রদের সঙ্গে লড়াইয়ে নামার যোগ্যতা রাখেন। বৃহস্পতিবার (৮ জুন) লাহোরে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

ইউসুফ বলেন, পেস বোলিংয়ে আমাদের শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, ওয়াসিম জুনিয়র আছে। আমাদের নতুন পেসারদের মধ্যে রয়েছে— ইহসানউল্লাহ, জামান খান। ফলে আমাদের হাতে অনেক অপশন রয়েছে সাদা বলের ক্রিকেটে।

পাকিস্তান দলে শাদাব খান, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ নাওয়াজের মতো বিশ্বমানের তিনজন অলরাউন্ডার আছে। তাদের নিয়ে পাকিস্তানের বিশ্বকাপ দল সাজানো সহজ হবে বলে বিশ্বাস ইউসুফের। পাকিস্তানের ফিল্ডারদেরও প্রশংসা করেছেন তিনি।

সাবেক এ পাকিস্তানি ব্যাটার বলেন, সাদা বলের ক্রিকেটে আমাদের কম্বিনেশন খুবই ভালো। আমাদের তিনজন ব্যাটার আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা দশে রয়েছে। ইমাদ ওয়াসিম ফিরে এসেছে। শাদাব ও মোহাম্মদ নাওয়াজও ভালো। আমাদের তিনজন বিশ্বমানের অলরাউন্ডার রয়েছে। আমাদের ভালো ফিল্ডারও রয়েছে।

/আরআইএম

 

Exit mobile version