বিশ্ব দরবারে বিজয়ী জাতি হিসেবে বাংলাদেশ মর্যাদার সাথে চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (৯ জুন) বিকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক’ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি।
বৈশ্বিক কারণে দেশবাসীর সাময়িক অসুবিধা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বেশি সময় এ অবস্থা থাকবে না।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সারাদেশে মিনি স্টেডিয়াম করে দিয়েছে। খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চা থেকে মেধা বিকাশ হয়। এতে দেশের প্রতি দায়িত্ববোধ বাড়ে। এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে হবে বলেও জানান তিনি।
ইউএইচ/

