Site icon Jamuna Television

রূপগঞ্জে জমি ব্যবসায়ীকে জবাই করে হত্যা

প্রতীকী ছবি

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কালাদি এলাকায় সোলাইমান মিয়া (৫৫) নামের এক জমি ব্যবসায়ীকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে বলে জানা গেছে।

শুক্রবার (৯ জুন) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় চা পান ও বাড়ির জন্য প্রয়োজনীয় বাজার করতে বাড়ির পার্শ্ববর্তী দোকানে যান সোলাইমান। সেখান থেকে ফেরার পথে ঢাকা বাইপাস সড়কের পাশে তার বাড়ি থেকে ২০০ গজ দূরে তাকে জবাই করে হত্যা করে দুর্বৃৃত্তরা

এ প্রসঙ্গে রূপগঞ্জ থানার এএফএম সায়েদ জানান, খবর পেয়ে এরইমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য প্রস্ততি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version