Site icon Jamuna Television

কারাদণ্ড হতে পারে ডোনাল্ড ট্রাম্পের

ছবি : সংগৃহীত

কারাদণ্ড হতে পারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রাষ্ট্রীয় গোপন নথি ব্যবহারের দায়ে আগামী মঙ্গলবার (১৩ জুন) মায়ামি আদালতে হাজিরা দেবেন তিনি। খবর এপি নিউজের।

শুক্রবার (৯ জুন) সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা অভিযোগপত্র সামনে আনা হয়। ৪৯ পৃষ্ঠার ডকুমেন্টে ট্রাম্পের বিরুদ্ধে আনা হয়েছে ৩৭টি অভিযোগ। গুপ্তচরবৃত্তি বিধিমালার আওতায় ৩১টি অভিযোগ দায়ের করা হয়েছে। বিনা অনুমতিতে প্রতিরক্ষা তথ্য গোপন করলে সেটিকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।

অভিযোগ প্রমাণিত হলে প্রত্যেক অভিযোগের জন্য ট্রাম্পের ন্যূনতম ১০ বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া তদন্ত চলাকালে জরুরি তথ্য-উপাত্ত গোপনের দায়ে ৬টি অভিযোগ আনা হয়েছে। তদন্ত চলাকালে ভুয়া তথ্য দেয়ার অভিযোগও রয়েছে।

গোয়েন্দা বিভাগের দাবি, মার ই লোগো’র বাড়িতে অরক্ষিত ছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এসব নথি। লুকানো ছিল বাথরুম, বলরূম আর গোসলের জায়গায়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই প্রথম সাবেক প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে দ্বিতীয়বার গঠিত হলো অভিযোগ।

এএআর/

Exit mobile version