Site icon Jamuna Television

ড্রোন কারখানা তৈরিতে মস্কোকে সহায়তা করছে তেহরান: যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

সামরিক সহযোগিতা কার্যক্রম অব্যাহত রেখেছে ইরান-রাশিয়া। ড্রোন উৎপাদনকারী কারখানা তৈরিতে মস্কোকে সহায়তা করছে তেহরান বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

শুক্রবার (৯ জুন) মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি জানান, মস্কো থেকে কয়েকশো মাইল পূর্বে আলাবুগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তৈরি হচ্ছে ড্রোন তৈরির কারখানা। কাস্পিয়ান সাগর দিয়ে রুশ বন্দর মাখাচাকালায় মালামাল পাঠায় তেহরান।

সম্প্রতি কিয়েভে চালানো হামলাতেও ব্যবহার করা হয় ইরানের ড্রোন। এর আগেও যুক্তরাষ্ট্র একাধিকবার অভিযোগ তোলে, ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে কয়েকশো ড্রোন দিয়েছিল ইরান। তবে তা অস্বীকার করে আসছে মস্কো।

সাম্প্রতিক বছরগুলোয় সম্পর্ক জোরদার হয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় একঘরে হয়ে পড়া রাশিয়া ও ইরানের মধ্যে।

এএআর/

Exit mobile version