Site icon Jamuna Television

সোমালিয়ায় পাঁচ তারকা হোটেলের অতিথিদের জিম্মি করেছে আল-শাবাব জঙ্গিরা, আহত ৭

ছবি : সংগৃহীত

সোমালিয়ার একটি পাঁচ তারকা হোটেলের অতিথিদের জিম্মি করে রেখেছে আল-শাবাব জঙ্গিগোষ্ঠী। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয়েছেন ৭ জন। খবর এপি নিউজের।

শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় রাজধানীর ‘পার্ল বিচ’ হোটেলে ঢোকে জঙ্গিরা। এ সময় কর্মকর্তাদের পাশাপাশি অতিথিদের জিম্মি করে অস্ত্রধারী দলটি। নিরাপত্তা বাহিনী পুরো হোটেল ঘেরাও করার পর উদ্ধার করে বহু সাধারণ মানুষকে। এ ঘটনায় এখনো কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায় নি। তবে হোটেলের বাইরে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।

তুর্কি দূতাবাসের খুব কাছেই হোটেলটির অবস্থান। প্রায়ই কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা এখানে বৈঠক করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে কারণেই হোটেলটিকে টার্গেট বানিয়েছে জঙ্গিরা। এর আগে ২০২০ সালে লিডো বিচ এলাকাতেই অপর একটি হোটেলে হামলা চালায় বিদ্রোহীরা। এতে প্রাণ যায় পুলিশ সদস্যসহ ১০ জনের।

এএআর/

Exit mobile version