Site icon Jamuna Television

আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, ভারতে সতর্কতা জারি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হবে আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ভারতের কর্ণাটক, গোয়া ও মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে এরই মধ্যে জারি করা হয়েছে সতর্কতা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খুব তীব্র ঘূর্ণিঝড়টি আরও তীব্র ঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দেশটির জাতীয় আবহাওয়া বিভাগের। এর ফলে ভারী বৃষ্টির সাথে বইবে ঝড়ো হাওয়া।

বর্তমানে গোয়া থেকে ৬৯০ কিলোমিটার পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ঝড়টি। ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে বইছে বাতাস, যা বেড়ে দাঁড়াতে পারে ১৭০ কিলোমিটার পর্যন্ত। গুজরাট, কেরালা, কর্ণাটক ও লাক্ষাদ্বীপের জেলেদের সমুদ্র উপকূলে না যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

নিরাপত্তার জন্য সাময়িকভাবে পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে তিথল সমুদ্র সৈকত। শুক্রবার কেরালার আটটি জেলায় জারি করা হয় হলুদ সতর্কতা। আরও কয়েকদিন বৈরি আবহাওয়া থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এসজেড/

Exit mobile version