Site icon Jamuna Television

কঠিন সময় পার করছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়লেন কাজল

যোগাযোগের অন্যতম মাধ্যম এখন স্যেশাল মিডিয়া। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রভাবশালী ব্যক্তি সবাই তা ব্যবহার করেন। বিশেষ করে শোবিজের সাথে যুক্ত ব্যক্তিরা এই মাধ্যমে তাদের নানা খবর জানিয়ে থাকেন। তবে এবার বলিউড অভিনেত্রী কাজল জানালেন, এই মাধ্যম ছাড়ার কথা। বললেন, তিনি খুব কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইনস্টাগ্রামের পুরনো সব পোস্ট আরকাইভ করে বিরতি নেয়ার ঘোষণা দেন কাজল। ইনস্টাগ্রাম থেকে কাজল সব পোস্ট আরকাইভ দিলেও টুইটারের আগের পোস্টগেুলো এখনও রয়ে গেছে।

ইনস্টাগ্রামের সবশেষ পোস্টে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে অভিনেত্রী লেখেন, জীবনের কঠিনতম পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি। সঙ্গে ক্যাপশন জুড়ে দেন, বিরতি নিচ্ছি সোশাল মিডিয়া থেকে।

তবে হুট করেই এমন সিদ্ধান্তের কোনো কারণ ব্যাখ্যা না করায় নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কমেন্ট বক্সে অনেকে ভালোবাসা প্রকাশ করে দ্রুত ফিরে আসার আহ্বান জানিয়েছেন। কয়েকজন ভক্ত শুভকামনা জানিয়ে লিখেছেন, বিরতি নেয়ায় কোনো অসুবিধা নেই। নিজের জন্য সময় নেয়া প্রয়োজন।

এটিএম/

Exit mobile version