Site icon Jamuna Television

যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা চায় না, তারাই নির্বাচন এলে এক হয়ে যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি।

যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, তারাই নির্বাচন এলে নতুন ষড়যন্ত্রের জন্য এক হয়ে যায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার (১০ জুন) সকালে ঢাকার ধামরাইয়ে বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় জামায়াত ইসলামের কর্মসূচির ভেন্যু সরিয়ে দেয়ার ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত সব সময় বায়তুল মোকারমের উত্তর গেটে কর্মসূচি পালন করে। এতে জনসাধারণের অসুবিধা হতো। তাই তাদের এবারের কর্মসূচির ভেন্যু সরিয়ে দেয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন নির্বাচন এলেই অনেক স্রোত-কাউন্টার স্রোত আসে। যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, নির্বাচন এলে নির্বাচনে অংশ নিতে চায় না কিংবা, নির্বাচন যাতে না হয় সে জন্য তারা হৈচৈ করতে থাকে। এ ধরনের কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি। এক-এগারোর সময় এমনটা দেখেছি, সব সময়ই দেখেছি। এই ষড়যন্ত্রকারীরা নির্বাচন এলেই নতুন ষড়যন্ত্রের জন্য এক হয়ে যায়।

এসজেড/এম ই/

Exit mobile version