Site icon Jamuna Television

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বগুড়ার নন্দিগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় দুই অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। রোববার ভোর রাতে বগুড়া-নাটোর মহাসড়কের বিজয়ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফেরদৌস আলম (৪৫) এবং ইসমাইল হোসেন (৫৩)। নিহতদের বাড়ি নন্দিগ্রাম এলাকায়।

পুলিশ জানায়, নন্দিগ্রামমুখী অটোভ্যানকে বগুড়াগামী একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে অটোভ্যানের চালকসহ তিনজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে গুরুতর আহত দুইজনের মৃত্যু হয়।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version