Site icon Jamuna Television

জয়পুরহাটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপনডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটের আক্কেলপুরে বসত ঘরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা নিজ বাড়িতে একই শাড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে থানা পুলিশ।

শনিবার (১০ জুন) এ ঘটনা ঘটেছে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামে। নিহতরা হলো ওই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে সুহেল রানা (৪২) এবং তার স্ত্রী একই গ্রামের মৃত কায়সার মন্ডলের মেয়ে পারুল বিবি (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ থেকে ৬ মাস আগে ভালোবেসে বিয়ে করেন সুহেল ও পারুল। দুজনেরই আগের পক্ষের স্ত্রী ও স্বামী রয়েছে। এর মধ্যে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশীরা তাদের বাড়িতে সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করেন। এক পর্যায়ে তারা ঘরের ভেতরে প্রবেশ করে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

এ নিয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হবে। বিষয়টি নিয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

এসজেড/

Exit mobile version