Site icon Jamuna Television

অবমুক্ত করা হলো ওয়াশিংটনে হইচই ফেলে দেয়া ভালুকটিকে

এপি থেকে সংগৃহীত ছবি।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি আবাসিক এলাকায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে একটি কালো ভালুক। অনেকেই ভালুকটির ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর এপি’র।

শুক্রবার (৯ জুন) সকালে ব্রুকল্যান্ড আবাসিক এলাকায় প্রাণীটিকে দেখে আতংকিত হয়ে পড়েন সেখানকার বাসিন্দারা। তবে ভালুকটি কাউকে আঘাত করেনি বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় জরুরি বিভাগের কর্মীরা। নজর রাখে প্রাণীটির ওপর। নিরাপত্তার জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয় ফ্রাঙ্কলিন স্ট্রীটের আশপাশের বেশ কয়েকটি সড়ক। বেশ কয়েক ঘণ্টা চেষ্টার পর চিড়িয়াখানা কর্তৃপক্ষ ভালুকটিকে আটক করে ছেড়ে দেয় মেরিল্যান্ডের জঙ্গলে।

প্রসঙ্গত, ভালুকটি কোথা থেকে এসেছিলো সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানেই লোকালয়ে এসেছিলো প্রাণীটি।

/এসএইচ

Exit mobile version