Site icon Jamuna Television

রিয়ালে ফিরলেন গার্সিয়া

ছবি: সংগৃহীত

স্প্যানিশ ক্লাব রায়ো ভায়োকানোর ফুটবলার ফ্রান গার্সিয়াকে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার (৯ জুন) এক বিবৃতিতে বিষয়টি )নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। খবর গোল ডটকমের।

চার বছরের চুক্তিতে দ্বিতীয় বারের মতো রিয়ালে ফিরলেন এই লেফট ব্যাক। এর আগে ২০১৩ সালে একাডেমিতে যোগ দেয়ার মাধ্যমে ক্লাবটির সাথে পথচলা শুরু হয়েছিল গার্সিয়ার। সিনিয়র দলে অভিষেক হয় ২০১৮ সালে। এরপর ২০২০ সালে ধারে ভায়োকানোতে যোগ দেন গার্সিয়া। পরের বছর ২০ লাখ ইউরোতে তাকে স্থায়ীভাবে কিনে নেয় ক্লাবটি। ভায়োকানোর জার্সিতে সব মিলিয়ে ১২২ টি ম্যাচ খেলেছেন গার্সিয়া।

এবারের মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে লা লিগার শিরোপা হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। এছাড়া চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে পরাস্ত হয়ে বিদায় নিতে হয় লস ব্ল্যাঙ্কোসদের।

/আরআইএম

Exit mobile version