Site icon Jamuna Television

বাঁশেই ভরসা হাসপাতাল ভবনের!

বাঁশের খুঁটিতে ভর করে দাঁড়িয়ে আছে যশোর জেনারেল হাসপাতালের দু’তলা ভবন। পুরনো ভবনটি ফাটল ধরেছে বেশ আগেই। যে কোনো সময় ছাদ ধসে পড়ার শঙ্কা থাকা সত্ত্বে সরানো হচ্ছে না রোগীদের। উল্টো ঝুঁকিপূণভাবে বাঁশের খুঁটি দিয়ে ছাদটি টিকিয়ে রাখার অভিনব চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের দাবি, ছাদের ফাটলের বিষয়টি গণপূর্ত বিভাগকে জানানো পর তারা তাৎক্ষণিক এই ব্যবস্থা নিয়েছেন।

১৯৫৬ সালে নির্মিত ভবনটিতে সময়ের সাথে শয্যা বাড়ানো হয়েছে। কিন্তু সেই তুলনায় অবকাঠামোগত সংস্কার করা হয়নি বর্তমানে আড়াইশ শয্যার হাসপাতালটির। এ অবস্থায় ঝুঁকি আর আতঙ্কের মাঝে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে হাজারো মানুষ।

হাসপাতালের নাস শিরিনা সুলতানা জানান, দেয়াল আর ছাদে ফাটল ধরা পড়ে মাসখানেক আগে। কিন্তু এত দিনেও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়নি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম কামরুল ইসলাম বলেন, ফাটল দেখা দেয়ার পর আমরা গণপূর্ত বিভাগকে জানিয়েছিলাম। তারা এসে আপাতত এই ব্যবস্থা করে দিয়ে গেছেন।

এ নিয়ে গণপূর্ত বিভাগের দায়িত্বশীল কোন কর্মকর্তা কথা বলতে রাজি নন। কবে হাসপাতাল ভবনটি সংস্কার হবে তাও অজানা রোগী আর চিকিৎসকদের।

/কিউএস

Exit mobile version