টঙ্গীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

|

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপু‌রের টঙ্গী‌র বিসিকে মোশারফ হো‌সেন (২৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। নিহত মোশারফ হোসেন সিলেটের সুনামগঞ্জের করি হাঁটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

শ‌নিবার (১০ জুন) সকাল সা‌ড়ে ৮টায় টঙ্গীর পাগার এলাকার ফ‌রিদ খান রো‌ডের বি‌বি ম‌রিয়ম স্কু‌লের পেছন থে‌কে ওই যুব‌কের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোশারফ দীর্ঘদিন ধরে টঙ্গী‌র বিসিকে বসবাস করে আসছিলেন।

পু‌লিশ জানায়, ওই যুব‌কের গলাকাটা মরদেহ দেখে এলাকাবা‌সী ৯৯৯ এ ফোন দেয়। প‌রে ঘটনাস্থল থে‌কে মরদেহ উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

এ বিষয়ে পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধা‌র করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আশপাশের বাড়িঘর ও বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ চলছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply