রাজশাহীতে মদের দাম চাওয়ায় ভাঙচুর, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ‘অবরুদ্ধ’ ছাত্রলীগ নেতা

|

মদ পান করে চলে যাওয়ার সময় দাম চাওয়ায় রাজশাহীর পর্যটন মোটেলের বারে হামলা ও ভাঙচুরে অভিযোগ উঠেছে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ হৃদয় ও তার সহযোগীরা।

গতকাল শুক্রবার (৯ জুন) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এ ঘটনার পর হৃদয় ও তার সহযোগীদের বারে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশের উপস্থিতিতে ক্ষতিপূরণ ও মুচলেকা দিলে অবরুদ্ধ নেতা-কর্মীদের ছেড়ে দেয়া হয়।

রাজশাহী পর্যটন বারের ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার সন্ধ্যায় একদল যুবক বারে মদ পান করেন। তাদের বিল হয় ৭ হাজার ২০০ টাকা। মদ পান শেষে চলে যাবার সময় তাদের থেকে মদের দাম চাওয়া হলে ইশতিয়াক আহমেদ হৃদয় ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে বারের কর্মচারীদের মারধর করেন এবং গ্লাস, প্লেট ও বাটিসহ কর্মচারীদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ভেঙে ফেলে। পরিস্থিতি সামাল দিতে বারের প্রধান ফটকে তালা দিয়ে ওই যুবকদের অবরুদ্ধ করে রাখা হয় এবং পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশের উপস্থিতিতে ও রাজশাহী মহানগর ছাত্রলীগের মধ্যস্থতায় বিষয়টির সমাধান হয়। রাজশাহী মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ হৃদয়সহ অভিযুক্তদের কাছ থেকে মদের দামসহ ক্ষতিপূরণ ও মুচলেকা আদায় করে তাদেরকে ছেড়ে দেয়া হয়। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য তারা ক্ষমাও চেয়েছেন।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।

এ প্রসঙ্গে নগরীর রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা মইনুল হোসেন জানান, ঘটনার পর ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে বার কর্তৃপক্ষের মীমাংসা হয়েছে। কোনোপক্ষই আর কোনো অভিযোগ করেনি বলেও জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply