Site icon Jamuna Television

কর্ণফুলি নদীতে জাহাজের প্রপেলারে আটকে থাকা গলিত মরদেহ উদ্ধার

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো;

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি জাহাজের প্রপেলারে আটকে থাকা অবস্থায় এক নারীর (৪০) গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (১০ জুন) বিকেলে স্থানীয়দের থেকে খবর পেয়ে কর্ণফুলী নদীর বাকলিয়া অংশের মন্দিরঘাট এলাকায় নোঙ্গর করা ‘এমভি হাসিব’ নামের ওই জাহাজ থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ।

এ প্রসঙ্গে সদরঘাট নৌ-থানার ওসি একরাম উল্লাহ জানান, জাহাজের নিচে প্রপেলারের সাথে লেপ্টে থাকা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও বেশ কয়েকদিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছি আমরা। লাশটি গলে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version