Site icon Jamuna Television

১৩ বছর পর মাঠে গিয়ে ম্যানসিটির খেলা দেখবেন শেখ মনসুর

ছবি: সংগৃহীত

১৩ বছর পর ম্যানচেস্টার সিটির খেলা দেখতে তুরস্কে যাচ্ছেন ক্লাবটির মালিক সংযুক্ত আরব আমিরাতে ভাইস প্রেসিডেন্ট শেখ মনসুর বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। ২০০৮ সালে সিটিজেনদের মালিক হওয়ার পর স্বশরীরে দেখতে যাওয়া এটি তার দ্বিতীয় ম্যাচ হবে। খবর দা মিররের।

এরআগে, শেখ মনসুর ইতিহাদ স্টেডিয়ামে নিজের ক্লাবের প্রথম ম্যাচ দেখেছিলেন ২০১০ সালে। ওই ম্যাচে লিভারপুলকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ম্যানসিটি।

তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে শনিবার (১০ জুন) রাতে চ্যাম্পিয়নস লিগের ৬৮তম ফাইনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানসিটি ও ইতালিয়ান লিগ সিরি আ’র ইন্টার মিলানের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির ১৪৩ বছরের ইতিহাসে ট্রেবল জয়ের ইতিহাস নেই। চ্যাম্পিয়নস লিগের ৬৮ বছরের ইতিহাসের কোথাও নেই ম্যানচেস্টার সিটির নাম। ২০১৬ সালে স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা দায়িত্ব নেয়ার পর ইংলিশদের ইতিহাসের মাত্র দ্বিতীয় দল হিসেবে সেই সুযোগে এসেছে ক্লাবটির হাতে। সেই ইতিহাস স্বচোখে দেখতে চান স্কাই ব্লুজদের মালিক।

আজকের ম্যাচে ইন্টার মিলানকে হারাতে পারলে দ্বিতীয় ইংলিশ দল হিসেবে ট্রেবলের পাশাপাশি প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জিতবে ম্যানচেস্টারের এই ক্লাবটি।

/আরআইএম

Exit mobile version