Site icon Jamuna Television

ব্রিটিশ রয়্যাল গার্ডসের প্যারেডে মাথা ঘুরে পড়ে গেলেন ৩ গার্ড

ছবি : সংগৃহীত

ব্রিটিশ রয়্যাল গার্ডসের প্যারেডের অনুশীলনের সময় মাথা ঘুরে পড়ে গিয়েছেন তিনজন গার্ড। শনিবার (১০ জুন) যুক্তরাজ্যের লন্ডনে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

ঐতিহ্য অনুযায়ী ব্রিটিশ রাজা চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হর্স গার্ডস প্যারেড। ১৭ জুন মূল অনুষ্ঠানের আগে শনিবার ছিল শেষ মহড়া। তীব্র গরমে মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যান এক গার্ড। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরলে উঠে দাঁড়ান নিজেই। তবে অসুস্থতা বোধ করায় সরিয়ে নিয়ে যাওয়া হয় তাকে।

তার পরপরই অসুস্থ হয়ে পড়ে যান আরেকজন। জ্ঞান না ফেরায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নেয়া হয় তাকে। কিছুক্ষণের মাঝে অসুস্থ হয়ে পড়ে যান আরেকজন। শুরুতে নিজে নিজে উঠে দাঁড়ালেও জ্ঞান হারান আবারও। স্ট্রেচারে সরিয়ে নেয়া হয় তাকেও। কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখছে লন্ডন।

এএআর/

Exit mobile version