Site icon Jamuna Television

গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

রোববার (১১ জুন) সকাল ৬টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজার সংলগ্ন খেজুরগাছ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল রানা।

তিনি জানান, রোববার ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিল এ সময় বিপরীত দিকে থেকে একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এএআর/

Exit mobile version