Site icon Jamuna Television

যুদ্ধে যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকবে কানাডা: জাস্টিন ট্রুডো

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকবে কানাডা। শনিবার (১০ জুন) কিয়েভ সফরে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইউক্রেনের ন্যাটোয় অন্তর্ভুক্তিতে পূর্ণ সমর্থন দেয়ার কথাও বলেন তিনি। খবর রয়টার্সের।

ট্রুডো বলেন, যতদিন প্রয়োজন আমরা পাশে থাকবো। যেমন আগেও ছিলাম। ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ প্রাপ্তিতেও সহায়তা দেবো। কোনো বোমা, বুলেট বা হুমকি ইউক্রেনের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। ইউক্রেনীয়দের সংস্কৃতি, ভাষা, ইতিহাস বা ভবিষ্যৎ নষ্ট করতে পারবে না।

তিনি আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখনই মুখ খোলেন, মিথ্যে বলেন। এর আগে ইউক্রেনকে ৫শ’ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দেন ট্রুডো।

শনিবার কিয়েভ সফরে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেন ট্রুডো। দেখা করেন দেশটির সেনাসদস্যদের সাথেও। কিয়েভে কানাডার দূতাবাস পরিদর্শন করেন তিনি। ভাষণ দেন ইউক্রেনের পার্লামেন্টে। ফ্রন্টলাইনে কিয়েভের সাফল্যের প্রশংসা করেন ট্রুডো। মস্কোর বিপুল সংখ্যক ইউক্রেনীয় সেনা মৃত্যুর দাবি ভুয়া বলে আখ্যা দেন।

এটিএম/

Exit mobile version