Site icon Jamuna Television

কক্সবাজারে টাকা বিতরণের সময় বিদ্রোহী প্রার্থীর কর্মী আটক, ৫০ হাজার টাকা জরিমানা

কক্সবাজার করেসপনডেন্ট:

কক্সবাজার পৌরসভা নির্বাচনে ১০ নম্বর ওয়ার্ডের মোজাহারপাড়া এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদের পক্ষে টাকা বিতরণের সময় ইসমাইল হোসেন নামে তার এক কর্মীকে হাতে-নাতে আটক করা হয়েছে।

গতকাল শনিবার (১০ জুন) রাত ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে ১০নং ওয়ার্ডের মোজাহারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং ঘটনার সত্যতা পেয়ে জনসম্মুখে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। তার সাথে থাকা কিছু টাকা ও টাকা বিতরণের লিস্ট জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

/এমএন

Exit mobile version