Site icon Jamuna Television

পাঁচ মাস ধরে ইসরায়েলে বিক্ষোভ অব্যাহত

পাঁচ মাসেও কমেনি বিচার বিভাগীয় সংস্কার ইস্যুতে ইসরায়েলের সাধারণ মানুষের ক্ষোভ। এখনও বিক্ষোভ-প্রতিবাদে অংশ নিচ্ছেন হাজার হাজার মানুষ। খবর রয়টার্সের।

শনিবার (১০ জুন) রাজধানীতে ২৩তম সপ্তাহের মতো হয় আন্দোলন। আয়োজকরা জানান, এ সপ্তাহের আন্দোলনে ইসরায়েলি আরবদের ওপর সরকারি আগ্রাসনের প্রতিবাদ জানানো হয়েছে। তাদের দাবি, চলতি বছরে অন্তত একশ’ ইসরায়েল আরব নাগরিককে হত্যা করা হয়েছে।

চলতি বছরের শুরুতেই, বিচার বিভাগীয় সংস্কারের প্রস্তাব দেয় নেতানিয়াহু প্রশাসন। এই প্রস্তাব পাস হলে পার্লামেন্টের ক্ষমতা বাড়বে। কমবে সুপ্রিম কোর্টের এখতিয়ার। এরপরই বিক্ষোভে উত্তাল হয়ে উঠে দেশটি। বিক্ষোভকারীদের অভিযোগ, সংস্কারের মাধ্যমে ধ্বংস হচ্ছে গণতন্ত্র।

এটিএম/

Exit mobile version