Site icon Jamuna Television

জয়পুরহাটে ফসলের মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জুন) সকালে উপজেলার দক্ষিণ পাকুরিয়া গ্রামের ফসলের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সিরাজুল ইসলাম দক্ষিণ পাকুরিয়া গ্রামের মৃত রইচ উদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, সিরাজুল ইসলাম গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে আজ রোববার সকালে কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলেও জানায় পুলিশ।

এটিএম/

Exit mobile version