জামায়াতের সমাবেশ নতুন কিছু নয়; এর মধ্য দিয়ে নতুন কোনো রাজনৈতিক মেরুকরণও ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রোববার (১১ জুন) রাজধানীর রাজারবাগে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। দাবি করেন, আওয়ামী লীগ নীতি থেকে সরে আসেনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনিবন্ধিত দল হিসেবে জামায়াত এর আগেও বায়তুল মোকাররমে সভা-সমাবেশ করেছে। তারা অনেক সময় ভাঙচুরও করেছে। কিন্তু তাদেরকে প্রকাশ্যে সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। এ সময় অনিবন্ধিত দলগুলো ইনডোরে সভা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আসাদুজ্জামান খান বলেন, মহসড়কের নিরাপত্তা বিধানে হাইওয়ে পুলিশকে আরও আধুনিকায়ন করা হচ্ছে। জনবল, যানবাহনসহ সব ধরনের সুবিধা বৃদ্ধির কাজও চলছে।
/এমএন

