Site icon Jamuna Television

বিদ্যমান শিক্ষাব্যবস্থা আগামীতে চলবে না: দীপু মনি

বিদ্যমান শিক্ষাব্যবস্থা আগামীতে চলবে না। যে কারণে শিক্ষা কাঠামো রূপান্তর করা হয়েছে, এ কথা বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আরও বললেন, ২০২৫ সাল থেকে শিক্ষার্থীরা পুরোদমে নতুন কারিকুলামে পড়বে।

রোববার (১১ জুন) দুপুরে রাজধানীর মাতৃভাষা ইন্সস্টিটিউটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৩-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেছেন, মুখস্তনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে এসে দক্ষতা উন্নয়নের দিকে নজর দেয়া হয়েছে। পরীক্ষা ও অহেতুক চাপ থেকে শিক্ষার্থীদের মুক্তি প্রদানসহ দক্ষতা উন্নয়নই লক্ষ্য।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

দীপু মনি বলেন, করোনাকালে শিক্ষার্থীদের ডিভাইসের অতি ব্যবহারের কারণে কিছুটা আসক্তি দেখা দেয়ায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেয়া হয়েছে। প্রযুক্তির ব্যবহার জানাসহ নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে নজর দেয়া হয়েছে।

/এমএন

Exit mobile version