ভারতের দিল্লিতে অটোর মধ্যে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। রোববার (১১ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, গত ৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক বান্ধবীর সঙ্গে বের হয়েছিলেন ওই কিশোরী। অভিযুক্তের সঙ্গে কিশোরীর বান্ধবীর পরিচয় ছিল। সেই সূত্রে তাদের অটোয় করে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলেছিলেন অভিযুক্ত যুবক।
পুলিশ জানিয়েছে, যুবকের সেই প্রস্তাবে প্রথমে রাজি হয়নি কিশোরী এবং তার বান্ধবী। পরে অবশ্য রাজি হয়ে যায়। কিশোরীর বান্ধবীকে তার বাড়ির কাছে নামান অভিযুক্ত। এরপরেই কিশোরীকে বাড়ি পৌঁছে দেয়ার নাম করে নির্জন এলাকায় অটোটি নিয়ে যান যুবক। সেখানে অটোর মধ্যে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই কিশোরী। কিশোরীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।
ইউএইচ/

