Site icon Jamuna Television

মান্নাতের সামনেই শাহরুখ ভক্তরা গড়লেন বিশ্বরেকর্ড!

মুম্বাইয়ে শাহরুখ খানের বিখ্যাত বাড়ি মান্নাতের সামনে প্রতিবছরই জড়ো হন ভক্তরা। কিং খানের জন্মদিনে তাকে এক পলক দেখতে শতশত মানুষ ভিড় করেন। ঈদেও দেখা দেন শাহরুখ। ভক্তদের অভিবাদন জানাতে হাজির হন বারান্দায়। এ দৃশ্য প্রায় প্রতি বছরেরই। তবে এবার ঘটে গেলো বিরল এক ঘটনা। মান্নাতের সামনে দাঁড়িয়ে রীতিমতো গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন শাহরুখ ভক্তরা। ভারতীয় কোনো অভিনেতার এমন রেকর্ড এই প্রথম। খবর ইন্ডিয়া টুডের।

গত শনিবার (১০ জুন) জড়ো হয়েছিলেন শাহরুখ ভক্তরা। তবে এ দিন শাহরুখের জন্মদিন ছিল না, ছিল না ঈদও। তবে কেনো হঠাৎ মান্নাতের সামনে হাজির হন তারা? মূলত আগামী ১৮ জুন ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে শাহরুখের ‘পাঠান’। এ উপলক্ষ্যেই একই ধরনের টি-শার্ট পরে মান্নাতের সামনে হাজির হন অন্তত ৩০০ ভক্ত। এখন প্রশ্ন হলো, তাহলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠলো কীভাবে?

মূলত, মান্নাতের সামনে জড়ো হয়ে একই সময়ে ৩০০ ভক্ত দু’হাত ছড়িয়ে শাহরুখের সিগনেচার স্টেপ করেন। সকলের পরনে ছিল একই টি-শার্ট। আর এতজন মানুষ নির্দিষ্ট একটি সময়ে একই সিগনেচার স্টেপ করার দৃষ্টান্ত এই প্রথম। আর এতেই আসে স্বীকৃতি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান শাহরুখ ভক্তরা। পেয়েছেন সেই সার্টিফিকেটও।

শাহরুখের পাঠান মূলত স্টার গোল্ড টিভি চ্যানেলে প্রিমিয়ার হচ্ছে। আর গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড তৈরির গোটা আয়োজন করেছে এই টিভি চ্যানেল কর্তৃপক্ষই। ভক্তদের পরনে যে কালো রঙের টি-শার্ট দেখা গেছে, তাতেও ছিল স্টার গোল্ডের লোগো। আর ভারতীয় তো বটেই, একজন অভিনেতা হিসেবে বিশ্বে প্রথম এমন রেকর্ড গড়লেন শাহরুখ খান। এতে আপ্লুত শাহরুখ ভক্তরা। এ নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গেছে বলিউড পাড়ায়ও।

এসজেড/

Exit mobile version