Site icon Jamuna Television

বিএনপি পাকিস্তানের ‘এ’ টিম, জামায়াত ‘বি’ টিম: হানিফ

মাহবুব উল আলম হানিফ। ফাইল ছবি।

আইএসআই এর মাধ্যমে তৈরি বিএনপি পাকিস্তানের ‘এ’ টিম। আর জামায়াত ‘বি’ টিম হিসেবে কাজ করে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রোববার (১১ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রয়াত সংসদ সদস্য ও নায়ক ফারুকের স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। এ সময় বিএনপিকে বিদেশিদের কাছে ধর্না না দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন আওয়ামী লীগের এ নেতা। নির্বাচন সুষ্ঠু করতে বিএনপিকে পরামর্শ দিতে আহ্বানও জানান।

এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগও চায়। তবে সংবিধানের মধ্যে থেকেই হবে আসছে নির্বাচন। ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না। কারণ আওয়ামী লীগের প্রতি দেশের মানুষের সমর্থন রয়েছে।

/এমএন

Exit mobile version