দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সফল হয়েছে আওয়ামী লীগ। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১১ জুন) সকালে নিজ কার্যালয়ে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল, তাই কারো কাছে মাথা নত করবে না। একই অনুষ্ঠানে মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ করেন তিনি।
এ সময় দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষায় সরকারের নানান অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে স্বাস্থ্য বিজ্ঞানে গবেষণা বাড়ানোর তাগিদ দেন তিনি। সেই সাথে জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
ইউএইচ/

