Site icon Jamuna Television

২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ; বাংলাদেশের প্রতিপক্ষ যারা

ছবি: সংগৃহীত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ফাইনালে ভারতকে ২০৯ রানের বিধ্বস্ত করে টেস্ট শ্রেষ্ঠত্বের রাজদণ্ড এখন অজিদের দখলে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ না হতেই ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করেছে আইসিসি।

সেই সূচিতে ভারত-পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মাটিতে আতিথ্য নেবে বাংলাদেশ। আর ঘরের মাঠে খেলবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে।

ছবি: সংগৃহীত

চলতি বছরই টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে সাকিব আল হাসানের দল। ঘরের মাঠে ২৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম টেস্ট  চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এরপর বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে আরও দুই টেস্ট। পরবর্তীত গন্তব্য সেপ্টেম্বরে পাকিস্তান সফর। এরপর নভেম্বর-ডিসেম্বরে টাইগাররা যাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।

/আরআইএম

Exit mobile version