Site icon Jamuna Television

নতুন ৪ মেডিকেল কলেজ হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

হরতাল অবরোধ করে লাভ হয়নি, তাই নির্বাচনে এসে জনগণের রায় মেনে নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে সচিবালয়ে তিনি একথা বলেন। এসময় তিনি আরও জানান, নতুন আরও ৪টি মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে সরকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নওগাঁ, নেত্রকোণা, মাগুরা ও নীলফামারীতে এই চার মেডিকেল কলেজ হবে।

এছাড়া চাঁদপুরে মেডিকেল কলেজ করার আরেকটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, আসন্ন ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই আড়াইশ শিক্ষার্থী নতুন অনুমোদিত চার মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

Exit mobile version