Site icon Jamuna Television

ফরিদপুরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকার একটি ফ্লাট বাসা থেকে শহীদুল নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ জুন) রাত ১১টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, শহিদুলের বাড়ি জেলার সালথা উপজেলায়। গত মে মাসে সে এই বাসা ভাড়া নেয়। বাসায় শহীদুল ও তার স্ত্রী থাকতেন। ৪ দিন আগে স্ত্রী বাসা থেকে বাবার বাড়ি চলে যায়। বিকেলে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা ৯৯৯ এ কল করে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এমএ জলিল জানান, বাসাটি লক করা ছিল। বাড়ির মালিকের কাছ থেকে অতিরিক্ত চাবি নিয়ে লক খোলা হয়েছে। লাশটি ফ্যান ঝুলানোর হুকে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। দেখে মনে হচ্ছে ২/৩ দিনের পুরানো লাশ। শরীরে পচন ধরেছে। আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট আসলে বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

ইউএইচ/

Exit mobile version